কলকাতা

সরকারি আশ্বাসে আপাতত আগামীকাল থেকে রাস্তায় বাস নামাতে রাজি মালিকরা

 সরকারি আশ্বাসে আপাতত রাস্তায় বাস নামাতে রাজি হলেন মালিকরা। বুধবার পরিবহণ দপ্তরের কর্তাদের সঙ্গে বৈঠকে মালিকরা একাধিক নতুন দাবি তোলেন। সেই দাবি বিবেচনার আশ্বাসে দেন। আর তারপরই বৃহস্পতিবার থেকে ফের রাস্তায় বাস নামানোর আশ্বাস দিয়েছেন মালিক সংগঠনের নেতারা। তবে এই সমধানসূত্র যে দীর্ঘস্থায়ী নয়, তাও পরিষ্কার করে দিয়েছেন তাঁরা। মালিকদের দাবি, আপাতত কিছুদিন বাস নামবে। সরকার তাদের দাবিগুলো পূরণের ব্যাপারে কী ভাবে, তা দেখেই পরবর্তী সিদ্ধান্ত। নিজেদের দাবিগুলি লিখিতভাবে পরিবহণ দপ্তরে আজ তাঁরা জমা দেবেন। উল্লেখ্য, যাত্রীস্বার্থে সরকার যে কোনওকিছুর সঙ্গেই আপোস করবে না, তা মঙ্গলবারই পরিষ্কার করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। জানিয়ে দিয়েছিলেন, বাস না নামালে তা তুলে নেবে সরকার। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় কিছুটা চাপে পড়ে যান মালিকরা। আর তারপরই বরফ গলতে শুরু করে।বাস নামাতে রাজি হয় মালিকরা।