জেলা

নেদারল্যান্ডস থেকে দার্জিলিং চিড়িয়াখানায় এল এক জোড়া রেড পান্ডা

দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিকাল পার্কে সুদুর নেদারল্যান্ডস থেকে ক্রিসমাসের দিন এসে পৌঁছল একজোড়া নতুন অতিথি। এরা হল রেড পান্ডা দম্পতি। একজনের নাম বিশাল আর আরেকজনের নাম কোশি। এক যুগেরও বেশি সময় পর বিদেশের কোন চিড়িয়াখানা থেকে ভারতে আনা হল রেডপান্ডা। নেদারল্যান্ডসের রটটেরড্যাম চিড়িয়াখানা থেকে আনা হয়েছে ওই দুই রেড পান্ডাকে। আর ক্রিসমাসের সকালেই ওই দুই রেড পান্ডা এসে পৌঁছয় দার্জিলিং চিড়িয়াখানায় ৷ দু’টি রেড পান্ডার বয়স আড়াই বছর। প্রায় 27 ঘণ্টার বেশি সময় যাত্রা করে এই রেড পান্ডাকে দু’টিকে আনা হয়। প্রথমে বিমানে, তারপর সড়কপথে। বিশেষজ্ঞ ও চিকিৎসকের তত্ত্বাবধানে ওই পান্ডার জোড়াকে স্থানান্তরিত করা হয়। বর্তমানে দু’টো রেড পান্ডাই সুস্থ রয়েছে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে ৷ আগামী এক মাস ওই রেড পান্ডা দম্পতিকে কোয়ারেন্টাইনে রাখা হবে। তারপর প্রজননের জন্য চিড়িয়াখানায় অন্যান্য রেড পান্ডার সঙ্গে ছাড়া হবে। বর্তমানে দার্জিলিং চিড়িয়াখানায় রেড পান্ডার সংখ্যা বেড়ে হল 21টি।