পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের ১০ বছরের কারাদণ্ড ঘোষণা করল পাকিস্তানের এক বিশেষ আদালত। গুরুত্বপূর্ণ অফিসিয়াল নথি ফাঁসের অভিযোগে পিটিআই প্রধানের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়, তার জেরেই এবার সাজা ঘোষণা করল পাকিস্তানের একটি আদালত। সামনেই পাকিস্তানের সাধারণ নির্বাচন। ফেব্রুয়ারি মাসে নির্বাচনের আগে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের ১০ বছরের সাাজার ঘোষণায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য শুরু হয়েছে।
