যত দিন গড়াচ্ছে, তত জটিল হচ্ছে পাকিস্তানের বন্যা পরিস্থিতি। পাকিস্তানের বন্যায় এখনও পর্যন্ত ১১৬২ জনের মৃত্যু হয়েছে। একের পর এক মানুষের মৃত্যুর পাশাপাশি নিখোঁজ বহু মানুষ। বন্যায় যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে ৩৮৪ জন শিশু এবং ২৩১ জন মহিলা বলে পাকিস্তানের জাতীয় বিপর্যয় মোকাবিলাকারী দলের তরফে জানানো হয়েছে। এই মুহূর্তে পাকিস্তানে গৃহহীন কয়েক হাজার মানুষ। সিন্ধ প্রদেশের ভামব্রো নামে একটি গ্রামে ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি। ভামব্রো গ্রামের অবস্থা সবচেয়ে খারাপ, ফলে সেখান থেকে প্রায় সব মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে ভামব্রো গ্রামের একের পর এক বাড়িঘরও ভেঙে পড়তে শুরু করেছে।