বিদেশ

বকেয়া টাকা না মেটানোয় কুয়ালা লামপুরে পাকিস্তানি বিমান বাজেয়াপ্ত করল মালয়েশিয়া

প্রতিশ্রুতি দিয়েও বকেয়া টাকা না মেটানোর জেড়ে একটি বোয়িং বিমান বাজেয়াপ্ত করল মালয়েশিয়া। মঙ্গলবার কুয়ালা লামপুর বিমানবন্দরে বিমানটি নামার পরেই, তা বাজেয়াপ্ত করেন মালয়েশিয়া বিমানবন্দর কর্তৃপক্ষ। একটি সূত্র মারফত জানা গিয়েছে পাকিস্তানকে বিমানটি নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার করতে দেওয়া হয়েছিল। কিন্তু চুক্তি মোতাবেক প্রায় ৪০ কোটি ডলার দেওয়ার কথা থাকলেও, তা এখনও মেটায়নি পাকিস্তানের বিমান সংস্থাটি। তাই মালয়েশিয়ার একটি আদালতের নির্দেশেই বিমানটিকে বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করা হয়। এই ঘটনায় চরম অস্বস্তিতে পড়তে হয়েছে পাকিস্তান সরকারকে। মালয়েশিয়া প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাইছে ইসলামাবাদ।