শুক্রবার ভোট গণনা শুরু হতেই পাকিস্তান জুড়ে টালমাটাল শুরু হয়। সারাদিন কড়া টক্করের পর অবশেষে লাহোর থেকে জয় পেলেন নওয়াজ শরিফ । পিএমএল-এনের প্রার্থী নওয়াজ শরিফ লাহোর থেকে ১,৭১,০২৪ ভোটে জয়ী হয়েছে বলে জানা যাচ্ছে পাকিস্তানের সংবাদমাধ্যমের তরফে। পিটিআই এবং পিপিপির সঙ্গে জোরদার টক্করের পর অবশেষে লাহোর থকেে নওয়াজ শরিফ জয়ী হয়েছেন বলে জানা যাচ্ছে। জয়ের পর লাহোরে পিএমএল-এনের দলীয় কার্যালয়ে হাজির হন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। দলীয় কার্যালয়ে হাজির হয়েই সেখান থেকে অনুগামীদের হাত নাড়িয়ে ধন্যবাদ জানান নওয়াজ শরিফ।
