কলকাতাঃ নবান্ন থেকে প্রতিটি জেলার জেলা পরিষদের সভাধিপতি, জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক (পঞ্চায়েত) এর সঙ্গে ভিডিও কনফারেন্স করছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। সেই ভিডিও কনফারেন্সে পঞ্চায়েত সচিব এম ভি রাও সহ পঞ্চায়েত দপ্তরের অফিসাররা রয়েছেন। এই ই-বৈঠকে ১০০ দিনের কাজ, গ্রামীণ সড়ক যোজনা, বাংলার আবাস যোজনা সহ বেশ কিছু প্রকল্প পুরোদমে শুরু করার জন্য আলোচনা করবেন পঞ্চায়েত মন্ত্রী। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর নির্দেশে অন্য রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের ১০০ দিনের কাজে যুক্ত করার নির্দেশও দেওয়া হতে পারে বলে, জানা গিয়েছে।