জেলা

নৈহাটির বরফ কারখানা থেকে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ বহু

বরফ কারখানা থেকে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস লিক। এ ঘটনায় অসুস্থ এলাকার বহু মানুষ। অনেকেই ভর্তি হাসপাতালে। এখনও পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর। ঘটনাটি ঘটেছে নৈহাটির রাজেন্দ্রপুর এলাকায়। জানা গেছে, ভোররাত থেকে একটি বরফ তৈরির কারখানা থেকে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস লিক করে। আর সেই অ্যামোনিয়া গ্যাস কারখানা থেকে এলাকায় ছড়াতেই বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন। তাঁদের দ্রুত নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  স্থানীয়দের থেকে খবর পেয়ে তড়িঘড়ি ভোররাতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকল এবং শিবদাসপুর থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা প্রাণহানির আশঙ্কায়, আতঙ্কে ঘরছাড়া হচ্ছেন। এলাকার লোকজন কারখানার মালিককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের দাবি, এই ব্যস্ততম এলাকায় এ ধরনের কারখানা তাঁরা থাকতে দেবেন না। উত্তেজনা থামাতে ঘটনাস্থলে আসেন বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের আশ্বস্ত করেন। ভোররাত থেকে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ শুরু করে দমকম বাহিনী। এখনও পর্যন্ত গ্যাস লিক হওয়া বন্ধ হয়নি বলে খবর। স্থানীয়দের শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছে।  যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ শুরু করে দমকল বাহিনী। ওই ট্যাঙ্ক থেকে গ্যাস লিক বন্ধের চেষ্টা করেন তারা। সোমবার সকালেও কোনওভাবে গ্যাস লিক বন্ধ করা যায়নি বলে খবর। বিপদ বুঝে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অসুস্থ কয়েকজনকে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ এলাকা ঘিরে রেখেছে। ট্যাঙ্ক থেকে গ্যাস লিক বন্ধে আপ্রাণ চেষ্টা করছেন দমকল কর্মীরা। প্রাথমিক বিপদ কাটলে কারখানাটির নিরাপত্তা যথাযথ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।