২৬ জানুয়ারী সাধারণতন্ত্র দিবসের দিন খুন করা হবে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে। ফের হুমকি দিলেন খলিস্তানি জঙ্গি গুরপতওয়ান্ত সিং পান্নুন। বিগত কিছুদিন ধরেই এইধরনের হুমকি দিয়ে যাচ্ছেন তিনি। কখনও রামমন্দিরে আক্রমণ, কখনও সংসদ ভবনে হামলার চালানোর হুমকি দিয়েছেন তিনি। এবারে সরাসরি একজন মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দিলেন ওই জঙ্গি। পঞ্জাবের মুখ্যমন্ত্রীর উপর একসঙ্গে হামলা চালানোর জন্য পান্নুন সমস্ত গ্যাংস্টারকে আর্জি জানিয়েছেন। সেই খবর সামনে আসতেই নড়েচড়ে বসেছে পাঞ্জাব প্রশাসন। জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা থাকলেও মানকে আরও নিরাপত্তা দেওয়া হয়েছে। এই বিষয়ে পাঞ্জাপ পুলিসের ডিজি জানিয়েছেন, গোটা বিষয়টির উপর নজর রাখা হচ্ছে। যারা হামলা করতে আসবে তাদের আটকানো হবে ও কড়া শাস্তি দেওয়া হবে। গতবছরের মার্চ মাসে ভগবন্ত মানের প্রথম পক্ষের কন্যা সীরত কউরও খুনের হুমকি পেয়েছিলেন।