ডাকঘরে আসা পার্সেলে বিস্ফোরণ ৷ মঙ্গলবার শিলিগুড়ির চম্পাসারি এলাকার একটি ডাকঘরে ঘটনাটি ঘটে ৷ জানা গিয়েছে, এদিন চম্পাসারির একটি ডাকঘরে পার্সেলটি এসে পৌঁছায় ৷ এলাকার এক বাসিন্দা পার্সেলটি নেওয়ার জন্য ডাকঘরে এসে পৌঁছায়ও ৷ তবে, পার্সেলটি হস্তান্তরের আগেই আচমকাই ফেটে যায় ৷ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ডাকঘর চত্ত্বরে ৷ যদিও ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি ৷ ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ও বম্ব স্ক্যোয়াড ৷ পার্সেলটি নিতে আসা ব্যক্তিকে আটক করেছে পুলিশ ৷ তা নিয়ে জোর চাঞ্চল্য তৈরি হয় এলাকাজুড়ে।প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, পোস্ট অফিসে আসা কোন পার্সেলে বিস্ফোরণ হয়েছে। ঘটনার গুরুত্ব বুঝে পাশাপাশি আরও বিস্ফোরক কিছু আছে কিনা তা খতিয়ে দেখতে পুলিস খবর দেয় বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াডকে। ঘটনাস্থলে আসে সিআইডি। নিরাপত্তার বেড়াজালে মুড়ে ফেলে পোস্ট অফিসের ভিতরে ঢুকে বিভিন্ন পার্সেল খতিয়ে দেখে পুলিস।জানা যাচ্ছে, যে পার্সেলটি বিস্ফোরণ হয়েছে সেটি পঞ্জাব থেকে এসেছে। পাশাপাশি পুলিস জানার চেষ্টা করে এই পার্সেলটি শিলিগুড়ির কোন ঠিকানায় এসেছে। তারজন্য পঞ্জাব থেকে আসা সমস্ত পার্সেলের তালিকা পরীক্ষা করে দেখে পুলিস।