ফের বলিউডে নক্ষত্রপতন। প্রয়াত হলেন মর্দানি ছবি খ্যাত বাঙালি পরিচালক প্রদীপ সরকার। বয়স হয়েছিল ৬৭ বছর। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন পরিচালক। চলছিল ডায়ালিসিসও। সম্প্রতি তাঁর শরীরে পটাশিয়ামের ঘাটতিও লক্ষ্য করা যায়। এরপর শারীরিক সমস্যায় জেরে আজ, শুক্রবার ভোররাতে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া যায়। তবে শেষ রক্ষা হয়নি। এদিন ভোর সাড়ে তিনটে নাগাদ মৃত্যু হয় তাঁর। পরে টুইটারে সকলকে এই মর্মান্তিক খবর জানান পরিচালক হনসল মেহতা। লেখেন, ‘প্রদীপ সরকার দাদা..শান্তিতে ঘুমিও’। রানি মুখোপাধ্যায় অভিনীত মর্দানি ছবির পাশাপাশি বিদ্যা বালান ও সইফ আলি খান অভিনীত পরিণীতা ছবিরও পরিচালক ছিলেন তিনি। এছাড়া পরিণীতা, লাগা চুনরি মে দাগ, লাফাঙ্গে পরিন্দে, হেলিকপ্টার ইলা ছবিও মুক্তি পায় তাঁর হাত ধরেই। বেশ কয়েকটি ওয়েব সিরিজও পরিচালনা করেছিলেন তিনি। বিশিষ্ট এই বাঙালি পরিচালকের অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ। শোকাহত তাঁর অনুরাগী ও আত্মীয়-পরিজনেরা। শোকজ্ঞাপন করেছেন অভিনেতা মনোজ বাজপেয়ী, অজয় দেবগন সহ বিশিষ্টরা। জানা গিয়েছে, আজ, শুক্রবার বিকেল চারটে নাগাদ পরিচালকের শেষকৃত্য সম্পন্ন হবে।