দেশ

বিনা বিরোধিতায় রাজ্যসভায় পাশ হয়ে গেল সিবিআই ও ইডি কর্তার মেয়াদ বৃদ্ধির বিল

আজ রাজ্যসভায় পাশ হয়ে গেল সিবিআই ও ইডি কর্তার কার্যকালের মেয়াদ বৃদ্ধির বিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রধানের মেয়াদ ছিল দু‘বছরের। এবার তা আইনত বেড়ে হল পাঁচ বছর। এদিন সংসদের উচ্চ কক্ষে বিল পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ৷ তিনি বলেন, “নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রিত্বের সময়কালে গত ৭ বছরে দুর্নীতির ঘটনা ভীষণভাবে কমে গিয়েছে।” সেই ধারা অব্যাহত রাখতেই এই বিলের প্রয়োজন ছিল। মঙ্গলবার কেন্দ্রীয় সংস্থার প্রধানের মেয়াদ বৃদ্ধির বিল ধ্বনিভোটে পাশ হয়ে যায় ৷ যদিও তার আগেই ১২ জন সাংসদের সাসপেনশনের প্রতিবাদে ওয়াকআউট করেন বিরোধী সাসংদরা। কার্যত ফাঁকা ময়দানে বিল পাশ করে কেন্দ্র। এবং তা পাশও হয়ে যায়।

বর্তমান বিলটি ডিসেম্বর মাসের ৯ তারিখে লোকসভায় পাশ হয়। দিল্লি স্পেশাল পুলিশ এসট্যাব্লিশমেন্ট (সংশোধনী) বিল, ২০২১-এর মাধ্যমে দিল্লি স্পেশাল পুলিশ এসট্যাব্লিশমেন্ট আইন ১৯৪৬-এর সংশোধন করা হল৷ একই সঙ্গে পরিবর্তিত হল দিল্লি স্পেশাল পুলিশ (সংশোধনী) অধ্যাদেশ, ২০২১।  গত ১৪ নভেম্বর এই নিয়েও অধ্যাদেশ জারি করেছিল কেন্দ্রীয় সরকার ৷ এই সংশোধনীর মাধ্যমেই ইডি-র প্রধানের কার্যকালের মেয়াদ ২ বছর থেকে বাড়িয়ে সর্বাধিক ৫ বছর হল।