কলকাতা

পার্থ চ্যাটার্জি ঘনিষ্ঠ সন্তু গাঙ্গুলিকে নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই

পার্থ চ্যাটার্জি ঘনিষ্ঠ সন্তু গাঙ্গুলিকে এবার নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। সন্তু এলাকায় পার্থ ঘনিষ্ঠ বলেই পরিচিত। তদন্তকারী সংস্থার দাবি, বেহালাবাসী সন্তুর সঙ্গে হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ, ব্যবসায়ী অয়ন শীল এমনকি কালীঘাটের কাকুরও যোগাযোগ রয়েছে। এর আগেও সন্তুর বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। তবে সিবিআই এই প্রথম তাঁকে ডেকে পাঠাল। নিয়োগ দুর্নীতি তদন্তে ইডির কাছে সন্তুর নাম বলেছিলেন হুগলির ব্যবসায়ী অয়ন। ইডি সূত্রে খবর, অয়নকে তাঁর দুর্নীতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, সন্তুকে ২৬ কোটি টাকা দেওয়া হয়েছিল। কুন্তলের কথায় এই টাকা দিয়েছিলেন তিনি। এই ২৬ কোটি টাকা অয়নের কাছ থেকে নিয়ে সন্তু কোথায় রেখেছিলেন তা জানতে চায় তদন্তকারীরা। সন্তুর বাড়িতে তল্লাশি করে কিছুই মেলেনি। তবে এবার সরাসরি তাঁকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই।