কলকাতা

এবার পার্থ-অর্পিতাকে ২ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিল আদালত

পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে আবার দু দিনের ইডি হেফাজতের নির্দেশ দিল আদালত। বুধবার ইডির বিশেষ আদালত এই নির্দেশ দিয়েছে। ফলে প্রাক্তন মন্ত্রী এবং তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়কে ৫ অগস্ট পর্যন্ত ইডি হেফাজতে থাকতে হবে। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ১০ দিনের সেই হেফাজতের মেয়াদ শেষ হতে বুধবার দুজনকে আবার আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় ইডির আইনজীবীরা। এদিন আদালত দুই পক্ষের কথা শুনে পার্থ ও অর্পিতাকে শুক্রবার পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ইডির বিশেষ আদালত জানিয়েছে ৫ অগস্ট পর্যন্ত পার্থ এবং অর্পিতা ইডি হেফাজতে থাকবেন।