রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় সুপ্রিম কোর্টে পাল্টা হলফনামা দিতে চায় সিবিআই। ওই হলফনামা পেশের জন্য চার সপ্তাহ সময় চাইল কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। তবে চার সপ্তাহের বদলে সিবিআইকে দু’সপ্তাহ সময় দিয়েছে বিচারপতি সূর্য কান্তর ডিভিশন বেঞ্চ। দু’সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানি হবে। নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় ইতিমধ্যেই জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তবে সিবিআইয়ের মামলায় এখনও জামিন পাননি। সেই জামিন পেতে মরিয়া প্রাক্তন শিক্ষামন্ত্রী সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছেন। তবে সিবিআই প্রত্যেক বারই তাঁর জামিনের বিরোধিতায় প্রভাবশালী তত্ত্বকে সামনে রেখে সওয়াল করছে। প্রসঙ্গত, এই জামিন মামলার শুনানির জন্যই কলকাতা হাইকোর্টকে তৃতীয় বেঞ্চ গঠন করতে হয়েছিল। কারণ, সিবিআই মামলায় পার্থকে জামিন দেওয়া নিয়ে ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি সহমত হতে পারেননি। নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া কৌশিক ঘোষ, আলি শাহিদ ইমাম, চন্দন মণ্ডল, সুব্রত সামন্তের জামিনের আর্জি মঞ্জুর করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অপূর্ব সিনহা রায়। কিন্তু পার্থ চটোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা, অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিন তিনি মঞ্জুর করেননি। অন্যদিকে, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় সকলের জামিন মঞ্জুর করেছিলেন।
