কলকাতা

‘দলের ভাবমূর্তি নষ্টকারী বিবৃতি বরদাস্ত নয়’, কড়া বার্তা পার্থ চট্টোপাধ্যায়ের

দলের অভ্যন্তরীণ বিষয়ে প্রকাশ্যে বিবৃতি দেওয়ার ক্ষেত্রে কড়া পদক্ষেপ নিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দেন,কোনো অবস্থাতেই দলের ভাবমূর্তি নষ্টকারি বিবৃতি বরদাস্ত করবে হবে না। তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠককের পর বললেন তিনি। এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন, বলা সত্বেও কয়েকজন কিছু বিষয় নিয়ে ক্রমাগত সংবাদমাধ্যমে বিবৃতি ও পাল্টা দিচ্ছেন। এটা ঠিক নয়। দল কড়া নজর রাখছে। সোশ্যাল মিডিয়াতেও যারা বিভিন্ন মন্তব্য করে পোস্ট করছেন তাদেরকেও বলব এসব থেকে বিরত থাকুন। দল কড়া নজর রাখছে। শনিবারের পর দলের কেউ কোথাও তা সে যে প্লাটফর্মে হেক না কেন দলের অভ্যন্তরিন বিষয়ে মুখ খুললে দল তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। এক্ষেত্রে কাউকে রেয়াত করা হবে না।