আইকোর মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই তলন করেছিল রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। সোমবার অর্থাত্ এদিনই তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের কার্যালয়ে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু সিবিআই সূত্রে জানা গিয়েছে, পার্থবাবু তাঁদেরকে চিঠি দিয়ে জানিয়েছেন যে, নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় তিনি সিবিআইয়ের কার্যালয়ে গিয়ে হাজিরা দিতে পারছেন না আজ। তবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকেরা চাইলে তাঁর বাড়িতে এসে তাঁর সঙ্গে কথা বলতে পারেন। তিনি সিনিয়ার সিটিজেন তাই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকদের কাছ থেকে এই সহযোগীতি কামনা করেন।


