কলকাতা

ফের অসুস্থ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, রয়েছেন অক্সিজেন সাপোর্টে

ফের অসুস্থ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী  পার্থ চট্টোপাধ্যায় । তাই জেলের মধ্যেই তাঁকে দেওয়া হচ্ছে অক্সিজেন। শুক্রবার কলকাতার বিচারভবনে পার্থের জামিন মামলার শুনানি ছিল। আর তখনই আদালতে পার্থর অসুস্থতার কথা জানান আইনজীবী। বলা বাহুল্য, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন চেয়ে ফের আদালতে গিয়েছেন  রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। এদিন বিচারভবনে পার্থ আইনজীবী জানিয়েছেন, ২০২৪ সালের ১ অক্টোবর গ্রেফতার হওয়া ব্যক্তিকে পুনরায় গ্রেফতার করেছিল সিবিআই। এরপরে মাত্র একবার সিবিআই পার্থকে জেরা করেছিল। সিবিআইয়ের তরফে দাবি করা হয়েছিল, পার্থ নিজে  অযোগ্য চাকরিপ্রার্থীদের নামের তালিকার উপর বিভিন্ন নির্দেশমূলক মন্তব্য লিখে দিতেন। আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই যুক্তিকে মান্যতা করেনি পার্থ আইনজীবী। আদালতে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, পার্থের হাতের লেখা উদ্ধার করা যায়নি। ফলে এই অভিযোগের প্রমাণ নেই। উল্লেখ্য, ২০২২ সালে  নিয়োগ দুর্নীতি মামলায় পার্থকে গ্রেফতার করেছিল ইডি। তার আগে তাঁর নাকতলার বাড়িতে চলেছিল দীর্ঘ তল্লাশি এবং চলে দফায় দফায় জিজ্ঞাসাবাদ । এরপর পার্থের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে হানা দেন তদন্তকারি সংস্থা। আর তখনই উদ্ধার হয় নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা সহ বৈদেশিক মুদ্রা এবং সোনার গয়না। তারপরেই গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।