গঙ্গাসাগর: ভেসেল থেকে হঠাৎ নদীতে ঝাঁপ ৷ তলিয়ে গেলেন এক যাত্রী ৷ ঘটনাটি ঘটেছে শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের অন্তর্গত মুড়িগঙ্গা নদীতে ৷ এখনও খোঁজ মেলেনি ওই যাত্রীর ৷ ভেসেল কর্মীদের থেকে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই নিয়ম মেনে শনিবার রাতে কাকদ্বীপ লট নম্বর 8 ঘাট থেকে যাত্রী নিয়ে কচুবেড়িয়ার উদ্দেশে রওনা দিয়েছিল একটি ভেসেল । সবকিছু স্বাভাবিক ছিল ৷ ভেসেলটি ধীরে ধীরে কচুবেড়িয়ার ঘাটের দিকে এগিয়ে আসছিল । হঠাৎ মাঝ গঙ্গায় ভেসেল থেকে মুড়িগঙ্গা নদীতে ঝাঁপ মারেন এক যাত্রী । এই দৃশ্য চোখের সামনে দেখার পর ভেসেলে থাকা যাত্রীরা চিৎকার শুরু করে দেন । তড়িঘড়ি ওই যাত্রীর খোঁজে চালক ভেসেলটি ঘুরিয়ে নেন ৷ মাঝ গঙ্গায় ভেসেলটি নিয়ে গিয়ে নিখোঁজ ওই যাত্রীর খোঁজে তল্লাশি শুরু হয় । কিন্তু, ততক্ষণে ওই যাত্রী মুড়িগঙ্গা নদীতে তলিয়ে গিয়েছেন । এরপর শুরু হয় প্রশাসনের তরফে তল্লাশি অভিযান ৷ সাগর থানার পুলিশ ও হারুড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ যৌথ অভিযানে নামে ওই যাত্রীর খোঁজে । কিন্তু, অন্ধকার থাকার কারণে তল্লাশিতে অনেকটাই বেগ পেতে হয় প্রশাসনের আধিকারিকদের । রবিবার সকালে সাগরের বিডিও কানাইয়া কুমার রাও ঘটনাস্থলে পৌঁছন এবং বেশ কয়েকটি নৌকা নিয়ে ওই যাত্রীর খোঁজে তল্লাশি শুরু করেন । এখনও পর্যন্ত ওই যাত্রীর কোনও খোঁজ পাওয়া যায়নি ।


