দেশ

বিমানে যাত্রীদের প্যাকেটের খাবার দেওয়া যাবে, জানাল ডিজিসিএ

নয়া নির্দেশিকায় এমনটাই জানিয়েছে ডিজিসিএ। করোনার জেরে এতদিন বিমানে খাবার পরিবেশনের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা জারি ছিল, এবার তা তুলে নেওয়া হয়েছে। বিমান সংস্থাগুলিকে খাবার পরিবেশন সংক্রান্ত গাইডলাইনে বলা হয়েছে, যাত্রীদের প্যাকেট করা গরম খাবারই দিতে হবে। আগে থেকে প্যাকেট করে রাখা স্ন্যাক্স, চা, কফি ও জল পরিবেশন করা যাবে। কোনও পানীয় ঢেলে পরিবেশন করা যাবে না। সবই দেওয়া হবে ডিসপোজেবল ক্যানে। আর প্রতিবার খাবার পরিবেশনের সময় কেবিন ক্রুদের নতুন গ্লাভস ব্যবহার করতে হবে। এছাড়া মাস্ক না পড়ে বিমানে উঠলে কড়া ‘শাস্তি’ হতে পারে যাত্রীদের। ‘নো ফ্লাই’ লিস্টে তালিকাভুক্ত হতে পারে। অর্থাৎ নিদিষ্ট সময়ের জন্য ওই যাত্রীর বিমান-ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি হতে পারে।