খেলা

চলে গেলেন ফুটবল সম্রাট পেলে 

প্রয়াত ফুটবলের প্রথম কিংবদন্তি পেলে। সম্রাটহীন হল ফুটবল বিশ্ব। পেলের মৃত্যু কালে বয়স হয়েছিল ৮২। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর মেয়ে কেলি নাসিমেন্তো। পরে তাঁর অফিশিয়াল অ্যাকাউন্ট থেকেও জানানো হয় এ খবর। হাসপাতালে ভর্তি করতে হয়েছিল ফুটবল সম্রাট পেলেকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, ঠিকমতো খেতে পারছিলেন না ফুটবল সম্রাট। ছিল হৃদরোগের সমস্যাও। শরীর ফুলে গিয়েছিল। হঠাৎ কররেই শারীরিক সমস্যা দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়েছিল পেলেকে। সাময়িকভাবে  সেই ধাক্কা কাটালেও তা বিপদসীমার বাইরে পাঠাতে পারেননি ফুটবল সম্রাট। শেষ অবধি

কেমোথেরাপিতে সাড়া না দেওয়ার ইঙ্গিতেই কোলন ক্যান্সার আক্রান্ত পেলের জীবনাবসান হল। ১৯৪০ সালের ২৩ অক্টোবর ব্রাজিলের এক অতি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন পেলে। ছেলেবেলায় বাবা নাম রেখেছিলেন এডসন আরান্তেস দি নাসিমেন্তো। ১৯৫৮ সালে ব্রাজিলের হয়ে প্রথম বিশ্বকাপ খেলেন পেলে। তখন নাবালক পেলে। এই রেকর্ড তিনি ছাড়া ফুটবল ইতিহাসে আর কারও নেই। এরপর পর পর চারটি বিশ্বকাপে খেলেছেন তিনি। তার মধ্যে তিন বার চ্যাম্পিয়ন হয়েছে তাঁর দেশ ব্রাজিল। বিশ্বের আর কোনও ফুটবলারের তিনটি বিশ্বকাপ জয়ের নজির নেই। নিজের রেকর্ড নিজেই ভেঙেচুরে দিয়েছিলেন ফুটবল সম্রাট। বিশ্বের আর কোনও ফুটবলারের তিনটি বিশ্বকাপ জয়ের নজির নেই। ফিফা ম্যাগাজিনের জুরি বোর্ডের বিচারে পেলেই বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ ফুটবলার। যদিও এই নিয়ে নানা বিতর্ক রয়েছে।