অন্য নির্বাচনের তুলনায় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন সবচাইতে গুরুত্বপূর্ণ। এমনটাই মনে করেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। শনিবার সকালেই নিজের পুরানো একটি টুইট প্রকাশ্যে এনে বিজেপিকে স্মরণ করিয়ে দিয়েছেন পিকে। গতবছরের ডিসেম্বর মাসে বিজেপিকে টুইট করে চ্যালেঞ্জ জানিয়েছিলেন প্রশান্ত। অমিত শাহ রাজ্যে বারবার এসে দাবি করেছেন তাঁরা ২০০ আসন পেয়ে ‘সোনার বাংলা’ গড়বেন। আর সেই বিষয়কেই কটাক্ষ করে প্রশান্ত কিশোর জানান, বিজেপি দুই অঙ্কের গণ্ডি পেরোলে তিনি এই জায়গা ছেড়ে দেবেন। শনিবার সেই টুইটের সঙ্গে আরও একটি টুইট করে প্রশান্ত বলেন, ‘গণতন্ত্রের সবচেয়ে বড় লড়াই হতে চলেছে বাংলায়। সেই লড়াইয়ে সামিল হওয়ার জন্য প্রস্তুত রাজ্যের মানুষ। ঠিক সময়েই তাঁরা বার্তা দিয়ে দেবেন। ২ মে আমার আগের টুইটটির কথা মনে রাখবেন।’ গত শুক্রবার পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট বেজে গিয়েছে। যার মধ্যে কমিশনের কড়া নজর রয়েছে বাংলার দিকে। তেমনই গেরুয়া বাহিনীকে হারানোর জন্য পশ্চিমবঙ্গের উপর জোর দিচ্ছেন প্রশান্ত। হাতে তামিলনাড়ুর ভোটে ডিএমকের দায়িত্ব থাকলেও তৃণমূলের জন্য জানপ্রান লাগাচ্ছেন আইপ্যাকের স্ট্রাট্যাজিস্ট।