কলকাতা

বছরের প্রথম দিনে রেকর্ড ভিড় ভিক্টোরিয়া, চিড়িয়াখানা ও ইকোপার্কে

ইংরেজি নববর্ষেও সমান তালে মেতে ওঠে রাজ্যের মানুষ ৷ তাই তো নতুন বছরের প্রথম দিনে শহরের বুকে উপচে পড়ল ভিড় ৷ চিড়িয়াখানা, ইকোপার্ক, ভিক্টোরিয়া সব জায়গায় ঠাসা ভিড় ৷ কেউ পিকনিক করতে ব্যস্ত থাকলেন, তো কেউ করলেন দেদার খাওয়া দাওয়া ৷ দিন যত গড়াল তত বাড়ল ভিড় ৷ সাড়ম্বরে নতুন বছরকে আমন্ত্রণ জানাতে প্রথম দিনে জমজমাট কলকাতা । সকাল থেকেই ফেস্টিভ মুডে মানুষজন । বিভিন্ন মন্দির ঘুরে বহু মানুষ হলেন কলকাতামুখী ৷ ঘুরে দেখলেন শহরের দর্শনীয় স্থানীয়গুলিকে । কেউ ঢুঁ মারলেন ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে বিড়লা তারামণ্ডলে, চিড়িয়াখানা থেকে ইকোপার্ক, তো কেউ আবার প্রার্থনা সারলেন শহরের বিভিন্ন ছোট থেকে বড় ক্যাথিড্রালে । শহর কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা ও ময়দানেও ভিড় জমাল বহু মানুষ । এদিন ছিল সকলের ঠাসা পরিকল্পনা । শহর কলকাতার বহু মানুষ পরিবারকে নিয়ে এদিন ঘোরাঘুরিতে মাতেন । তবে কলকাতা শহরের বাইরের জেলা থেকেও বহু মানুষ এসেছেন । তার পাশাপাশি অন্য রাজ্যের বহু মানুষের দেখা মিলল কলকাতায় ৷ শহরে এসে তাঁরা জমিয়ে কাটালেন বছরের প্রথম দিন ।