মঙ্গলবার সকালে উডল্যান্ড হাসপাতালে সৌরভকে দেখেন ডাক্তার শেঠী। আলোচনা করেন মেডিক্যাল বোর্ডের সঙ্গেও। তারপর সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, ‘সৌরভের হার্ট ভীষণ স্ট্রং। কয়েক সপ্তাহ বিশ্রাম নেওয়ার পর ফের স্বাভাবিক কাজ করতে পারবেন বিসিসিআই সভাপতি। এক্সারসাইজ, খেলাধূলাও করতে পারবেন। কোনও সমস্যা হবে না।’ একই সঙ্গে উডল্যান্ড হাসপাতালে সৌরভকে যে চিকিত্সকরা দেখছেন তাঁদেরও ভূয়সী প্রশংসা করেন ডাক্তার শেঠী। তিনি বলেন, ‘হাসপাতালের সমস্ত চিকিত্সকরা দুরন্ত কাজ করেছেন। শনিবার থেকে এ পর্যন্ত যে ভাবে তাঁরা সৌরভের চিকিত্সা করেছেন এবং স্বাস্থ্যের উন্নতি ঘটিয়েছেন, তা এক কথায় অভূতপূর্ব।’ দেবী শেঠীর বলেন, “সৌরভের হার্ট ২০ বছর বয়সী তরুণের মতো স্ট্রং। চাইলে এখন ম্যারাথনেও দৌড়াতে পারেন, বিমানও চালাতে পারেন। ফিরতে পারেন ক্রিকেটেও! দেশের সেরা চিকিত্সা পেয়েছে, এবার ছুটি দিতে বলেছি।” উডল্যান্ডস হাসপাতালে এসেসৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখে মন্তব্য স্বনামধন্য চিকিত্সক তথা কার্ডিয়াক সার্জেন দেবী শেঠীর। তাঁর এই বক্তব্যের পরই খুশির হাওয়া বাংলা তথা দেশের ক্রিকেট মহলে। উত্কণ্ঠার অবসাব সৌরভের পরিবার থেকে শুরু করে তাঁর অগুণিত ভক্তদের। এদিন দেবী শেঠী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “একদম ফিট আছেন সৌরভ (Sourav Ganguly)। তাঁর হার্টের কন্ডিশন খুব ভালো আছে। আগামিকালই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। তারপর ২ থেকে ৩ সপ্তাহ বিশ্রাম নিয়ে তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। পুরোদমে কাজ শুরু করতে পারবেন। কলকাতায় যে চিকিত্সা পরিষেবা সৌরভ পেয়েছেন, তা দেশের সেরা।”