জেলা

ফের খুলছে পেট্রাপোল, সীমান্ত বাণিজ্যে অনুমতি দিল রাজ্য সরকার

কোরোনা সংক্রমণ ও লকডাউনের জেরে দু’মাসেরও বেশি সময় ধরে পেট্রাপোল স্থলবন্দরে বাণিজ্য বন্ধ ছিল ৷ গত মাসে স্বরাষ্ট্র মন্ত্রক বাণিজ্য চালুর অনুমতি দিলেও বন্ধই ছিল আমদানি-রপ্তানি ৷ এবার সেখান দিয়ে বাণিজ্য চালুর অনুমতি দিল রাজ্য সরকারও ৷ রবিবার থেকেই সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে বাণিজ্য শুরু হবে।