সোমবার ফের নতুন করে দাম বেড়েছে পেট্রল-ডিজেলের। এই নিয়ে পর পর ৭ দিন পেট্রল এবং ডিজেলের দাম বাড়ল। প্রতি দিন সকালে পেট্রল ও ডিজেলের দাম নির্ধারণ করা হয়। সোমবার দিল্লিতে পেট্রলের দাম বেড়ে প্রতি লিটারে ৮৮ টাকা ৯৯ পয়সা হয়েছে। কলকাতায় পেট্রলে দাম বেড়ে হয়েছে লিটারে ৯০ টাকা ২৫ পয়সা। মুম্বইয়ে এই মুহূর্তে লিটার পিছু পেট্রল কিনতে হচ্ছে ৯৫.৪৬ টাকায়। চেন্নাইয়ে প্রতি লিটার পেট্রলের দাম এসে ঠেকেছে ৯১.৯১ টাকা। তবে মহারাষ্ট্রের প্রভানি জেলায় ‘অ্যাডিটিভ’ মেশানো পেট্রোলের দাম সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছে। দৌড় অব্যাহত ডিজেলের দামেও। সোমবার দিল্লিতে লিটার পিছু ডিজেলের দাম বেড়ে ৭৯ টাকা ৩৫ পয়সা হয়েছে। কলকাতায় সোমবার প্রতি লিটার ডিজেলের দাম পড়ছে ৮২ টাকা ৯৪ পয়সা। মু্ম্বই এবং চেন্নাইয়ে ডিজেলের দাম বেড়ে যথাক্রমে ৮৬ টাকা ৩৪ পয়সা এবং ৮৪ টাকা ৪৪ পয়সা হয়েছে।


