পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধিতে কোনও বিরাম নেই ৷ এ নিয়ে গত ১৪ দিনে ১২ বারে মোট ৮.৪০ টাকা দাম বৃদ্ধি পেল ৷ দীর্ঘ সাড়ে চার মাস জ্বালানির মূল্য একই রেখেছিল মোদি সরকার ৷ ২২ মার্চ থেকে ফের দাম বাড়তে শুরু করেছে ৷ সোমবার থেকে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ল প্রতি লিটারে ৪০ পয়সা ৷ দেশজুড়ে একই হারে দাম বাড়লেও বিভিন্ন রাজ্যে জ্বালানির মূল্য বিভিন্ন হতে পারে ৷
দিল্লি : পেট্রোলের দাম প্রতি লিটার ১০৩.৮১ টাকা, ডিজেলের দাম প্রতি লিটার ৯৫.০৭ টাকা ৷
মুম্বই : পেট্রোলের দাম প্রতি লিটার ১১৮.৮৩ টাকা, ডিজেলের দাম প্রতি লিটার ১০৩.০৭ টাকা ৷
কলকাতা : পেট্রোলের দাম প্রতি লিটার ১১৩.৪৫ টাকা, ডিজেলের দাম প্রতি ৯৮.২২ লিটার
চেন্নাই : পেট্রোলের দাম প্রতি লিটার ১০৯.৩৪, ডিজেলের দাম প্রতি লিটার ৯৯.৪২