দেশ

ঘন কুয়াশার জেরে পঞ্জাবের ফিরোজপুরে দুর্ঘটনা, মৃত ১১, আহত বহু

ভয়াবহ পথ দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু। আহত ১৫ জন। শুক্রবার পঞ্জাবের ফিরোজপুরে পিক-আপ ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা। জানা গিয়েছে, পিক আপ ভ্যানে ২০ জন যাত্রী ছিলেন। সকলেই জালালাবাদে যাচ্ছিলেন। বেশির ভাগই হোটেলে কাজ করেন। ফিরোজপুরে গুরুহরসহাইয়ের কাছে একটি ট্রাকের সঙ্গে তাঁদের পিক-আপ ভ্যানের ধাক্কা লাগে। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা খুব কম থাকায় এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে। ৬ জনের অবস্থা গুরুতর হওয়ায় ফরিদকোট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাকিদের ভর্তি করানো হয় জালালাবাদ হাসপাতালে। পরে জানা যায়, ১১ জনের মৃত্যু হয়েছে। বাকিদের অবস্থা আশঙ্কাজনক। জালালাবাদ হাসপাতালেই মৃতদেহগুলির ময়নাতদন্ত হয়। ফিরোজপুর সুপারিনটেনডেন্ট অফ পুলিশ সৌম্য মিশ্র জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।