কমপক্ষে ১০ জনের মৃত্যু হল চলন্ত ট্রেনের অগ্নিকাণ্ডে। আহত হয়েছেন ২০ জন। শনিবার ভোরে মর্মান্তিক এবং ভয়াবাহ এই দুর্ঘটনা ঘটেছে লখনউ থেকে রামেশ্বরগামী ভারত গৌরব ট্রেনে। শনিবার ভোর ৫.৩০ নাগাদ মাদুরাই রেলস্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা তীর্থযাত্রী ভর্তি এই ট্রেনটির একটি কামরায় আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিক অনুসন্ধান থেকে পাওয়া তথ্য বলছে ট্রেনের যাত্রীরা কামরায় রান্না করছিলেন। তাঁদের গ্যাস সিলিন্ডার থেকেই আগুন লাগে বলে মনে করা হচ্ছে। যে কামরায় প্রথম আগুন লাগে, সেখান থেকে দ্রুত পাশের কামরায় ছড়িয়ে পড়ে অগ্নিশিখা। যাত্রীদের দ্রুত নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। ঘটনাস্থলে পৌঁছয় দমকল। সকাল ৭.১৫ নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। জানা গেছে স্পেশাল ট্রেনটি ১৭ আগস্ট লখনউ থেকে যাত্রা শুরু করেছিল। রবিবার চেন্নাইয়ে পৌঁছনোর কথা ছিল। তার আগে শনিবার সকালেই ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা। মৃতদের পরিবারকে ১০ লক্ষ করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।