জেলা

তৃণমূলের দলত্যাগীদের ফেরাতে এবার আসরে পিকে!

একুশের মঞ্চে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের দলত্যাগীদের ঘরওয়াপসির আহ্বান জানিয়েছিলেন। এরপরই প্রশান্ত কিশোর তৃণমূলের দলত্যাগী ও নিষ্ক্রিয় কর্মীদের ফিরিয়ে আনতে তাঁর টিমকে ময়দানে নামিয়ে দিলেন। জেলা ও ব্লক স্তরে যোগসূত্র প্রতিষ্ঠান কাজ শুরু করেছেন পিকের দল। জনসংযোগকে হাতিয়ার করেই ঘরওয়াপসির ক্ষেত্র তৈরি করছে পিকের টিম। ২০২১-এর আগে দলকে তরতাজা দেখতে চাইছেন তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর। তাই যাঁরা দলে থেকেও নিষ্ক্রিয় হয়ে রয়েছেন, তাঁদের যে কোনও মূল্যে দলে গ্রহণযোগ্য করে তোলার চ্যালেঞ্জ নিয়েছেন পিকে।  কয়েক বছর ধরে তৃণমূল কর্মী দল ছেড়েছেন। অনেকে যোগ দিয়েছেন বিজেপিতে। যার গুরুত্বপূর্ণ প্রভাব পড়েছে বিগত লোকসভা নির্বাচনে। লোকসভার পরেও দলবদলের প্রবণতা বর্তমান ছিল। পিকে আসার পর সেই প্রবণতায় রাশ টানা গিয়েছে। অর্থাত্‍ সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার প্রবণতা বেশি। কিন্তু দলত্যাগীদের ফিরিয়ে আনতে হবে। তার জন্য সচেষ্ট হচ্ছেন খোদ পিকে।