জরুরি অবতরণের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বে ওহায়োয় ভেঙে পড়ে একটি বিমান। দুর্ঘটনায় যাত্রী সহ তিন জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, বিমানটি ইয়ংস্টাউন-ওয়ারেনের আঞ্চলিক বিমানবন্দরের কাছে শুক্রবার সন্ধ্যা পৌনে সাতটা নাগাদ ভেঙে পড়ে। শুক্রবার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এই দুর্ঘটনার কথা জানায়। দুর্ঘটনায় মৃত একজন পুরুষ, একজন মহিলা ও এক শিশু। ইতিমধ্যেই মৃতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছ। দুর্ঘটনার সময় বিমানটি রানওয়ের থেকে খুব একটা বেশি উচ্চতায় ছিল না। বিমানের চালক রানওয়ের একদিকে অবতরণ করার চেষ্টা করেন। কিন্তু অবতরণের সময় বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। জানতে পেরেই দ্রুত বিমানটি জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। কিন্তু অবতরণের আগেই ভেঙে পড়ে বিমানটি। ওয়েস্টার্ন রিজার্ভ পোর্ট অথরিটির এক্সিকিউটিভ ডিরেক্টর এই মর্মে জানিয়েছেন, বিমানটি নিউইয়র্কের প্লাটসবার্গ থেকে আসছিল। তবে কোথায় যাচ্ছিল সেটা এখনও জানা যায়নি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিমানের বাঁ দিকের ইঞ্জিন খারাপ হয়ে গিয়েছিল আর তার ফলেই অবতরণে ব্যর্থ হয়। মাঝ আকাশে চক্কর কাটতে থাকে কিন্তু শেষ রক্ষা হয় না। নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে রানওয়ের উত্তর প্রান্তে। তারপরেই আগুন লেগে যায় বিমানটিতে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন উদ্ধারকারী দলের সদস্যরা। দমকলকর্মীরা এসে আগুন নেভান। এই দুর্ঘটনার তদন্ত ভার গ্রহণ করছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড।