তানজানিয়ার বুকোবা বিমানবন্দরে নামার সময় প্রেশিসন এয়ারলাইন্সের যাত্রীবাহী উড়ানটি এদিন ল্যান্ডিংয়ের সময় দুর্ঘটনাবশত ভিক্টোরিয়া লেকের জলে ডুবে যায় ৷ প্রত্যেককেই দ্রুত উদ্ধার করা গিয়েছে। ভারতীয় সময় রবিবার দুপুরে বুকোবা বিমানবন্দরে নামার আগে এই ঘটনা ঘটে। সেখানে সেসময় ঝড়, বৃষ্টি চলছিল। ফলে দুর্ঘটনা, না কি পাইলটের বুদ্ধিমত্তায় দুর্ঘটনা এড়াতে ওই অবতরণ তা খতিয়ে দেখা হচ্ছে। বিমানবন্দরের রানওয়ের ১০০ মিটারের
মধ্যেই এই অবতরণ। বিমানে মোট ৪৯ জন ছিলেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, অবতরণের কারণ জানা যায়নি। আহতদের হাসপাতালে শুশ্রুষা চলছে। ভিক্টোরিয়া হ্রদ আফ্রিকার সব থেকে বড় হ্রদ। হ্রদে বিমানের অবতরণের ওই ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।