কলকাতা

৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চালুর পরিকল্পনা, আগামী ৫ নভেম্বর চূড়ান্ত বৈঠক

লোকাল ট্রেন চালাতে ৭২ ঘন্টা সময় চাইল রেল

কলকাতাঃ চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে আগামী ৫ নভেম্বর। রাজ্য়ে লোকাল ট্রেন চালু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী ৫ নভেম্বর ফের রাজ্যের সঙ্গে বৈঠকে বসবে রেল। ৭২ ঘণ্টার মধ্যে রেল চালাতে প্রস্তুত দক্ষিণ ও পূর্ব রেল। প্রাথমিক ভাবে ১০%  এবং কালি পুজোর পর ২৫%  রেল চলবে বলে রেল জানিয়েছে রাজ্য সরকারকে। করোনা অতিমারী আবহে ৫০ শতাংশ যাত্রী নিয়ে ট্রেন চালানোর ভাবনা নেওয়া হচ্ছে বলে এদিন রেল-রাজ্য় বৈঠক শেষে জানালেন মুখ্যসচিব আলাপন বন্দ্য়োপাধ্য়ায়। রেলের তরফে জানানো হয়েছে, প্রাথমিকভাবে ১০-১৫ শতাংশ ট্রেন চালানো হবে। পরে ২৫ শতাংশ ট্রেন চালানো হবে। বৈঠক শেষে এদিন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, ”রেল কর্তৃপক্ষ ও রাজ্য সরকার মনে করছে, অতিমারীর কারণে সুরক্ষাবিধি মানতে হবে। কীভাবে যাত্রী স্বার্থ মেটানো যায়, সে ব্য়াপারে রূপরেখা বানানো হচ্ছে। কোন রুটে, কোন সময়ে কীভাবে ট্রেন চালানো হবে, তা দক্ষিণ পূর্ব ও পূর্ব রেল নিজ নিজ সেক্টরে পরিকল্পনা করছে। রেল পুলিশ বাহিনী ও রাজ্য় পুলিশ বাহিনীর মধ্য়ে সমন্বয় করতে হবে।আগামী ২-৩ দিনের মধ্য়েই চুড়ান্ত করা হবে”। করোনা আবহে প্রয়োজনীয় সুরক্ষাবিধি মেনেই চালানো হবে ট্রেন। মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আরও জানান, একটি ট্রেনে ১২০০-র বদলে ৬০০ যাত্রীর ভাবনা করা হচ্ছে। কিছু ট্রেন গ্যালোপিং হবে। মেট্রোর মতো লোকালেও ই-পাস চালুর ভাবনাও চলছে। ১০ থেকে ১৫ শতাংশ লোকাল ট্রেন দিয়ে শুরুর পক্ষপাতী রেল। কোন স্টেশন কোন ট্রেন দাঁড়াবে, তা নিয়েও আগামী বৃহস্পতিবারের বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে।