দেশ

লোকাল ও প্ল্যাটফর্ম টিকিটের দামও বাড়াল রেল

এবার লোকাল ও প্ল্যাটফর্ম টিকিটের দামও বাড়াল রেল। নয়া এই বিজ্ঞপ্তিতে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে প্ল্যাটফর্ম টিকিটের মূল্য ১০ টাকা থেকে এক ধাক্কায় বাড়িয়ে ৩০ টাকা করা হচ্ছে। অন্যদিকে মুম্বাই -সহ অন্যান্য বড় শহরগুলিতে প্ল্যাটফর্ম টিকিট ৫০ টাকা পর্যন্ত রাখা হয়েছে। পাশাাশি বাড়ছে লোকালের ভাড়াও। এতদিন যাত্রীরা যে দূরত্ব ১০ টাকার টিকিট কেটেই যেতে পারতেন, এবার থেকে তার জন্য দিতে হবে ৩০ টাকা। সেন্ট্রাল রেলওয়ে প্ল্যাটফর্মে বাড়তে থাকা ভিড়ের উপর নিয়ন্ত্রণ রাখার জন্য মুম্বই মেট্রোপলিটন রিজন এর বেশ কিছু স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটের দাম প্রায় ৫ গুণ বৃদ্ধি করেছে । মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, দাদর ও লোকমান্য তিলক টার্মিনাসে টিকিটের দাম ১০ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকা করা হয়েছে । প্ল্যাটফর্ম টিকিটের দাম বৃদ্ধির পাশাপাশি রেলের তরফে লোকাল ট্রেনের ভাড়াও বাড়নো হয়েছে । এক্সপ্রেস ট্রেনের টিকিটের দামও বাড়ানো হয়েছে । যাত্রীদের লোকাল ট্রেনে ১০ টাকার বদলে ৩০ টাকা ভাড়া দিতে হয় ।