দেশ

রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে সমুদ্র নিরাপত্তা ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনাসভায় প্রধানমন্ত্রী

ভারতের সভাপতিত্বে শুরু হল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক। সোমবার এই আলোচনার মূল বিষয়বস্তু ছিল সমুদ্রের সুরক্ষা ও পারস্পরিক সহযোগিতা। একইসঙ্গে বৈঠকে উঠল আফগানিস্তান প্রসঙ্গও।এক মাসের জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের (UNSC) সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে ভারত। গতকাল রবিবারই বিদেশমন্ত্রকের তরফে ওই অনুষ্ঠানের নির্ঘণ্ট জানানো হয়েছিল। এই প্রথম ভারতের কোনও প্রধানমন্ত্রী এই দয়িত্ব পালন করলেন। মূলত সমুদ্রপথের নিরাপত্তা নিয়েই আলোচনা হল। ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে বিকেল সাড়ে ৫টায় প্রধানমন্ত্রী এই সভা শুরু করলেন। আজকের বিষয় ছিল- সমুদ্রপথের নিরাপত্তা বাড়াতে কী করা উচিত, বিভিন্ন দেশের মধ্যে সমন্বয় কীভাবে বাড়ানো যায় অতীতে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ সমুদ্র নিরাপত্তা এবং সমুদ্র অপরাধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। তবে শুধু সমুদ্র-নিরাপত্তা নিয়েই এত গুরুত্ব দিয়ে আলোচনা এই প্রথম হল।