দেশ

দিল্লির ম্যাজেন্টা লাইনে চালকবিহীন মেট্রোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ দিল্লির ম্যাজেন্টা লাইনে চালকবিহীন মেট্রোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজধানীতে শুরু হল চালকবিহীন মেট্রো পরিষেবা। আজ, সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের প্রথম চালকবিহীন মেট্রোর উদ্বোধন করলেন। দিল্লির ম্যাজেন্টা লাইনে এই মেট্রো চলবে বলে জানা গিয়েছে। যার কাজ ৩ বছর আগেই শুরু হয়ে গিয়েছিল। প্রথম পর্যায়ে চালকবিহীন এই মেট্রো জনকপুরী পশ্চিম থেকে নয়ডার বোট্যানিকাল গার্ডেন মেট্রো স্টেশন পর্যন্ত চালানো হবে। তবে পরবর্তীকালে ধাপে ধাপে এই পরিষেবা আরও বাড়ানো হবে। আগামী বছরের মাঝামাঝি পিঙ্ক লাইনেও এই পরিষেবা চালু হয়ে যাবে। সাধারণ মেট্রোগুলিতে যে সব যান্ত্রিক সমস্যা দেখা যায় তা এতে হবে না বলেই দাবি করা হয়েছে। এদিন সকালে পতাকা নাড়িয়ে এই নতুন মেট্রো পরিষেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, দিল্লি মেট্রো পরিষেবা প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর প্রচেষ্টার ফল। যা গত ছ’বছরে ক্রমেই বৃদ্ধি পেয়েছে। আগে মাত্র ৫টি শহরের মানুষ মেট্রোয় চড়ার সুযোগ পেতেন। এখন সেই সংখ্যা বেড়ে ১৮ হয়েছে। ২০২৫ সালের মধ্যে দেশের প্রায় ২৫টি শহরে চালকবিহীন মেট্রো চালানোর পরিকল্পনা রয়েছে বলেও এদিন দাবি করেন তিনি। পাশাপাশি মোদি বলেন, মেট্রো পরিষেবার উন্নতির ফলে সাধারণ মানুষদের জীবনে পরিবর্তন আসবে।