অযোধ্যার উন্নয়নমূলক প্রকল্পগুলি নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার ভার্চুয়াল মাধ্যমে তিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে এই বৈঠক করেন ৷ চলতি মাসে এই নিয়ে যোগীর সঙ্গে দ্বিতীয়বার বৈঠক করলেন প্রধানমন্ত্রী ৷ এর আগে দিল্লিতে ২ জনের মুখোমুখি সাক্ষাৎ হয়েছিল ৷ সূত্রে খবর, ওই বৈঠকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অযোধ্যার উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে প্রধানমন্ত্রীর কাছে বিস্তারিত তথ্য পেশ করেন ৷ অযোধ্যার পরিকাঠামো উন্নয়নের জন্য উত্তর প্রদেশ সরকার কী কী পরিকল্পনা করেছে, সেই নিয়ে বিস্তারিত তথ্য প্রধানমন্ত্রীকে জানিয়েছেন যোগী আদিত্যনাথ ৷ এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, উত্তর প্রদেশ সরকার কেন্দ্রের কাছে অযোধ্যায় একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের প্রস্তাব দিয়েছিল ৷ সেই প্রস্তাব কেন্দ্র অনুমোদন করেছে ৷ এর জন্য রাজ্য সরকারের তরফে জেলা প্রশাসনকে ১০০০ টাকা কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷ কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই ২৫০ কোটি টাকা দিয়েছে ৷ এছাড়া রামমন্দির তৈরি হলে অযোধ্যায় পর্যটন বাড়বে বলে মনে করেন যোগী আদিত্যনাথ ৷ সেই সব মাথায় রেখেই ওই এলাকায় উন্নয়নের পরিকল্পনা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন ৷