হাথরাসে ২০ বছরের দলিত মেয়েকে গণধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে জবাব চাইতে আজ বিকেল ৫টায় দিল্লির ইন্ডিয়া গেটের কাছে বিক্ষোভের ডাক দিয়েছে ভীম সেনা প্রধান চন্দ্রশেখর আজাদ। তাঁর কথায়, এরকম ভয়াবহ মর্মান্তিক ঘটনার পরেও প্রধানমন্ত্রীর চুপ থাকা দেশের মেয়েদের জন্য একটি বিপদ। এক আবেগপ্রবণ ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীর সমালোচনা করে ভীম সেনা প্রধান বলেন, “যেই উত্তরপ্রদেশের মানুষরা তাঁকে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠিয়েছেন, সেই উত্তরপ্রদেশের হাথরাসে এক মেয়ে পাশবিক অত্যাচারের শিকার হয়েছে। মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে এবং হত্যা করা হয়েছে। তার হাড় ভেঙে গিয়েছে। এবং তার মৃতদেহকে আবর্জনার মতো পুড়িয়ে দেওয়া হলো। উত্তরপ্রদেশে যখন মানবাধিকার লঙ্ঘন হয়, তখন প্রধানমন্ত্রী কি একটিও শব্দ খরচ করে এর পেছনে?” চন্দ্রশেখর আজাদ আরও বলেন, “না ওই মেয়েটির চিৎকার শুনতে পেয়েছিলেন প্রধানমন্ত্রী, না তার পরিবারের। প্রধানমন্ত্রী আপনি আর কতক্ষণ চুপ থাকবেন? আপনাকে উত্তর দিতেই হবে। আজ বিকেল ৫টায় আপনার কাছ থেকে উত্তর চাইতে ইন্ডিয়া গেটে আসছি আমরা। আপনার নীরবতা আমাদের মেয়েদের জন্য একটি বিপদ।”