আজ প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বলরাম জয়ন্তীর শুভেচ্ছা জানিয়ে জানান, কৃষি কাঠামো তহবিলের জন্য এক লক্ষ কোটি টাকার আর্থিক সহায়তা চালু করেছে কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি যোজনায় ৬টি কিস্তিতে আর্থিক সহায়তার কথা জানান। এর আওতায় সাড়ে আট কোটি কৃষকদের ১৭,০০০ কোটি টাকার তহবিলের ঘোষণা করেছেন। “এটি গ্রামগুলিতে আরও ভালো স্টোরেজ, আধুনিক কোল্ড স্টোরেজ চেইন তৈরিতে সহায়তা করবে এবং গ্রামে অনেক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, বলে তিনি জানান। “এর পাশাপাশি আমি প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি যোজনা হিসাবে 8.৫ কোটি কৃষক পরিবারের অ্যাকাউন্টে ১৭,০০০ কোটি টাকার ঘোষণা করে তিনি খুবই আনন্দিত বলে জানান। এই প্রকল্পের লক্ষ্য অর্জন করা হচ্ছে, বলে জানান নরেন্দ্র মোদি। তিনি এর বলেন, কৃষকরা এই প্রকল্পের মাধ্যমে গত দেড় বছরে সরাসরি তাদের অ্যাকাউন্টে ৫,০০০ কোটি টাকা পেয়েছেন। এর মধ্যে ২২,০০০ কোটি টাকা লকডাউনের সময় পাঠানো হয়েছিল।”