দেশ

ভারতের বাজেটে তাকিয়ে তামাম দুনিয়াঃ প্রধানমন্ত্রী

আজ থেকে শুরু হচ্ছে দেশের বাজেট অধিবেশন। এদিন সংসদে অর্থনৈতিক সমীক্ষা পেশ করবে সরকার। আর আগামীকাল অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৩-২৪ আর্থিক বছরের জন্য। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের পরই শুরু হয় অধিবেশন। বুধবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এদিন অধিবেশন শুরুর আগে মোদি বলেন, “বিজেপির নেতৃত্বাধীন এনডিএয়ের সরকারের একটাই লক্ষ্য, ইন্ডিয়া ফার্স্ট, সিটিজেনস ফার্স্ট। অর্থাৎ সবার আগে দেশ, সবার আগে দেশবাসী। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নিশ্চিত ভাবে সেই কথা মাথায় রেখেই বাজেট পেশ করবেন।” তিনি আরও বলেন, বিশ্বজুড়ে আর্থিক মন্দার মধ্যে সকলের নজর ভারতের দিকেই। বিজেপি সরকারের বাজেটই আশার আলো দেখাবে বলে দাবি মোদির। সাধারণের কথা ভেবেই বাজেট তৈরি হয়েছে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী চান, এ নিয়ে সংসদে ইতিবাচক আলোচনা হোক। মোদির কথায়, “আমাদের অর্থমন্ত্রীও একজন মহিলা। আরও একবার তিনি বাজেট পেশ করবেন। বিশ্বের বর্তমান পরিস্থিতিতে শুধু ভারতই নয়, গোটা বিশ্বের নজর থাকবে বুধবারের বাজেটের দিকে।”