বিদেশ

শিনজো আবের শেষকৃত্যে যোগ দিতে জাপানে এলেন নরেন্দ্র মোদি

মঙ্গলবার জাপানে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যে যোগ দিতে গিয়েছেন তিনি । মোদি বিভিন্ন বিশ্ব নেতাদের সঙ্গে শিনজোর শেযকৃত্যে শ্রদ্ধা জানাতে যোগ দেবেন । ২০ টিরও বেশি রাষ্ট্র ও সরকারের প্রধান-সহ ১০০ টিরও বেশি দেশের প্রতিনিধিরা মঙ্গলবার আবের শেষকৃত্যে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে । জাপানে গিয়ে সেদেশের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে । প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে জাপানের বৈদেশিক নীতিকে নতুনভাবে ঢেলে সাজিয়েছেন ৷ যার মধ্যে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। “টোকিওতে নেমে পড়েছি,” মোদি বিমিন থেকে নামার ছবি-সহ টুইট করে জানান । তিনি জাপানি ভাষায়ও একই টুইট পোস্ট করেন । বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি টুইট করে বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টোকিওতে পৌঁছেছেন । এরপরে তিনি জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের রাষ্ট্রীয় শেষকৃত্যে অংশ নেবেন । এছাড়াও তিনি জাপানের বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন ৷ এই বৈঠকে ভারত-জাপানের মধ্যে বিশেষ কৌশলগত এবং বৈশ্বিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার ব্যাপারে আলোচনা হবে ।”