রাজস্থান এবং মধ্যপ্রদেশে জয়ের সম্ভাবনা বুথ ফেরত সমীক্ষাতেই ছিল৷ ওই দুই রাজ্যে তো জয় এলই, বিজেপি-র ঝুলিতে বাড়তি পাওনা ছত্তিশগড়৷ ভোটের ফলাফল স্পষ্ট হতেই তাই এক্স হ্যান্ডেলে পোস্ট করে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের জনগণকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তবে শুধু এই তিন রাজ্য নয়, যে তেলেঙ্গানায় বিজেপি ছাপ ফেলতে পারেনি সেই তেলেঙ্গানার মানুষের জন্যও আলাদা করে বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদি৷ গত কয়েক বছরে দক্ষিণের এই রাজ্যটিতে বিজেপি-র ভোট প্রাপ্তির হার অনেকটাই বেড়েছে৷ লোকসভা নির্বাচনের আগে তাই পরাজিত হওয়া সত্তেও তেলেঙ্গানাবাসীর মন জয় প্রধানমন্ত্রী আলাদা বার্তা দিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ নরেন্দ্র মোদি লিখেছেন, ‘ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের ফলাফল বুঝিয়ে দিল যে ভারতের জনগণ দৃঢ় ভাবে সুশাসনের রাজনীতি এবং উন্নয়নের পক্ষে, যা বিজেপির পরিচয়৷’