দেশ

ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে ভারতের নিরাপত্তা প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের বিশেষ বৈঠকে প্রধানমন্ত্রী মোদি

রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রতিটি দেশের নিরাপত্তাহীনতার ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। বাদ নেই ভারতও। ইউক্রেনের সাম্প্রতিক পরিস্থিতি উদ্বেগে রেখেছে দেশকে। দেশের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ক্যাবিনেট কমিটি অন সিকিওরিটির সঙ্গে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পর্যালোচনা করেন দেশের সুরক্ষা ব্যবস্থার খুঁটিনাটি। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা সাম্প্রতিক দ্বন্দ্বের প্রেক্ষিতে সিসিএস বৈঠকের সভাপতিত্ব করেন মোদি। এই বৈঠকে প্রধানমন্ত্রীকে সাম্প্রতিক সুরক্ষাবিধি এবং সীমান্ত এলাকা, সামুদ্রিক ও বিমান ডোমেনে ভারতের নিরাপত্তা প্রস্তুতির বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করা হয়েছিল। প্রধানমন্ত্রীকে ইউক্রেন থেকে ভারতের প্রতিবেশী দেশগুলির কিছু নাগরিকের সাথে ভারতীয় নাগরিকদের সরিয়ে নেওয়ার ব্যাপারে সর্বশেষ তথ্য দেওয়া হয়। অপারেশন গঙ্গার বিশদ বিবরণ সহ ইউক্রেনের সর্বশেষ উন্নয়ন সম্পর্কেও অবহিত করা হয়েছিল প্রধানমন্ত্রীকে। এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী মোদী নির্দেশ দিয়েছেন যে খারকিভে মারা যাওয়া নবীন শেখরপ্পার মৃতদেহ ফিরিয়ে আনার জন্য সম্ভাব্য সবরকম চেষ্টা করা উচিত। এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী মোদী প্রতিরক্ষা খাতে বিশ্বব্যাপী প্রযুক্তির ব্যবহার এবং একই সাথে ভারতের অগ্রগতির বিশদ বিবরণও নিয়েছেন। প্রধানমন্ত্রী দেশের নিরাপত্তা ব্যবস্থায় অত্যাধুনিক প্রযুক্তি প্রয়োগ করার ওপরও জোর দেন। মোদী এদিন বলেন যে প্রতিরক্ষা খাতে ভারতকে স্বনির্ভর করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা উচিত যাতে এটি কেবল আমাদের নিরাপত্তাকে শক্তিশালী করে না বরং অর্থনৈতিক বৃদ্ধির গতিও বাড়ায়।