প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অন্তর্বর্তী বাজেট পেশের পর অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ২০২৪ সালের লোকসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেট সাধারণ মানুষের জীবন আরও সহজ করেছে। নির্মলা সীতারামন অন্তর্বর্তী বাজেট পেশের পর জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেট পেশ করেন নির্মলা সীতারমন। তারপর প্রধানমন্ত্রী সেই বাজেটের প্রশংসা করেন। তিনি বলেন, ‘‘রাজস্ব ঘাটতি নিয়ন্ত্রণে রেখে মূলধনী ব্যয় ১১ লক্ষ ১১ হাজার ১১১ কোটিতে পৌঁছবে, যা রেকর্ড।’’ তিনি আরও বলেন, “এই বাজেট একবিংশ শতকের আধুনিক পরিকাঠামোর উন্নয়ন ঘটানোর পাশাপাশি, ‘অগুনতি’ কর্মসংস্থান করবে।” মোদি মনে করেন, এই বাজেট আসলে তরুণ ভারতের আকাঙ্ক্ষাকেই তুলে ধরেছে। এই অন্তর্বর্তী বাজেটে গবেষণা এবং উদ্যোগে এক লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নতুন শিল্পে করছাড়েরও ব্যবস্থা রয়েছে। সাধারণ মানুষের জীবনকে কী ভাবে সহজ করে তুলবে এই অন্তর্বর্তী বাজেট, তাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, এই বাজেট গরিব, মধ্যবিত্তদের হাতে ক্ষমতা তুলে দেবে।