দেশ

নোবেল শান্তি পুরস্কারের জন্য ভারতের প্রধানমন্ত্রী মোদির নাম প্রস্তাবের খবরটি ভুয়ো, জানালেন নোবেল কমিটির সদস্য

নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম প্রস্তাবের খবর ভুয়ো বলে জানিয়ে দিল নরওয়ের নোবেল কমিটি। কমিটির পক্ষে অ্যাসলে টোজে জানিয়েছেন, ‘এই খবর সম্পূর্ণ ভুয়ো’। এক সাক্ষাৎকারে নোবেল কমিটির সদস্য অ্যাসলে টোজে জানিয়েছেন, এই বিষয়ে একটি ভুয়ো ট্যুইট করা হয়েছিল। টোজে জানিয়েছেন, এই বিষয়ে একটি ভুয়ো ট্যুইট করা হয়েছিল। ‘এই বিষয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই। কারণ খুব স্পষ্টভাবে আমি জানাতে চাই এই খবর সম্পূর্ণ ভুয়ো।’তিনি আরও জানিয়েছেন, ভারতে তিনি নরওয়ে নোবেল কমিটির পক্ষ থেকে আসেননি। তিনি ভারতে এসেছেন আন্তর্জাতিক শান্তি সংস্থার ডিরেক্টর হিসেবে দিল্লির ইন্ডিয়া সেন্টার ফাউন্ডেশন (ICF)-এ। সংবাদমাধ্যমে টোজে জানান, আমি ভারতে এসেছি এই দেশের রাজনীতি ও উন্নয়ন নিয়ে কথা বলতে। তিনি আরও বলেন, আমি নোবেল কমিটির উপনেতা। একটি ভুয়ো খবর ট্যুইট করা হয়েছে এবং আমাদের এটিকে ভুয়ো খবর হিসাবেই বিবেচনা করা উচিত। কারণ এটা ভুয়ো। এর আগে একাধিক সংবাদমাধ্যমের পক্ষ থেকে জানানো হয়েছিল, নরওয়ের নোবেল কমিটির ডেপুটি অ্যাসলে টোজে ভারতে এসেছেন এবং জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোবেল শান্তি পুরস্কারের বড়ো দাবিদার। যে দাবি সম্পূর্ণ অস্বীকার করেছেন টোজে।