আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মঙ্গলবার প্রায় ৪৫ মিনিট এই দুই রাষ্ট্রনেতার মধ্য়ে কথা হয় ৷ এর আগে সোমবার প্রধানমন্ত্রী ফোনে কথা বলেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেলের সঙ্গে ৷ তাঁর সঙ্গেও মোদি আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন ৷ একই সঙ্গে এই অঞ্চলের এর কী প্রভাব পড়তে পারে, তা নিয়েও দু’জনের মধ্যে কথা হয় ৷ এদিকে মঙ্গলবার পুতিনের সঙ্গে মোদির কথোপকথন নিয়ে একটি বিবৃতি দিয়েছে প্রধানমন্ত্রীর দফতর ৷ সেখানে জানানো হয়েছে, আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে দুই নেতাই সহমত পোষণ করেছেন ৷ দু’জনেই মনে করেন যে আফগানিস্তানের জনজীবন স্বাভাবিক করা এখন খুবই জরুরি ৷ তাছাড়া আসন্ন সিওপি-26 এর বৈঠক নিয়েও এদিন নরেন্দ্র মোদি ও ভ্লাদিমির পুতিনের মধ্যে কথা হয়েছে ৷ সামুদ্রিক নিরাপত্তা সুনিশ্চিত করার যে বিষয় রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে ভারত তুলেছে, সেই নিয়েও দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হয়েছে বলে প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা গিয়েছে ৷