দেশ

৮ দিনের বিদেশ সফরে প্রধানমন্ত্রী 

৮ দিনের বিদেশ সফরের উদ্দেশ্যে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ২-৯ জুলাই আট দিনে তিনি পাঁচটি রাষ্ট্র ঘুরবেন ৷ তাঁর প্রথম গন্তব্য আফ্রিকার পশ্চিমে অবস্থিত ঘানা ৷ এদিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, প্রধানমন্ত্রী 2-3 জুলাই ঘানায় থাকবেন ৷ এই আবহে ঘানা তথা আফ্রিকা মহাদেশের কিংবদন্তি নেতা কোয়ামে ইনক্রুমার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর উষ্ণ সম্পর্কের কথা তুলে একটি দীর্ঘ পোস্ট করেন প্রবীণ কংগ্রেস সাংসদ তথা মিডিয়ার সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ৷ তিনি সোশাল মিডিয়ায় স্মৃতিচারণ করেন, “ছয়ের দশকের মধ্যভাগে ঘানা এবং আফ্রিকান রাজনীতির প্রভাবশালী নেতা ছিলেন কোয়ামে ইনক্রুমা ৷ তিনি কিংবদন্তি ৷ তাঁর সঙ্গে জওহরলাল নেহরুর আত্মীয়তার সম্পর্ক ছিল ৷ ঘানা স্বাধীনতা পেয়েছে 1957 সালের মার্চে ৷ এই সম্পর্ক তার আগে গড়ে উঠেছিল ৷” ঘানার সঙ্গে ভারতের রাজনৈতিক-কূটনৈতিক সম্পর্ক নতুন নয়, সেই ইতিহাস তুলে ধরেন রাজ্যসভার সাংসদ ৷ রমেশ লিখেছেন, “আকরা (ঘানার রাজধানী) একটি গুরুত্বপূর্ণ রাস্তায় অবস্থিত ইন্ডিয়া হাউজ-এর নামকরণ পণ্ডিত নেহরুর নামে ৷ এদিকে নয়াদিল্লির দূতাবাসগুলি যেখানে অবস্থিত, সেই জায়গার নাম কোয়ামে ইনক্রুমা মার্গ ৷ ইনক্রুমা 1958 সালের 22 ডিসেম্বর থেকে 1959 সালের 8 জানুয়ারির মধ্যে ভারতে এসেছিলেন ৷ তিনি নয়াদিল্লি, মুম্বই, নাঙ্গাল, চণ্ডীগড়, ঝাঁসি, আগ্রা, বেঙ্গালুরু, মাইসুরু এবং পুনে ঘুরেছেন ৷ শুধু বেঙ্গালুরু ও মাইসুরুতে তিনি পাঁচ দিন কাটিয়েছেন ৷”