বড়সড় স্বস্তি পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুজরাত দাঙ্গা মামলায় তাঁকে ক্লিনচিট দেওয়ার বিরুদ্ধে প্রাক্তন কংগ্রেস সাংসদ এহসান জাফরির স্ত্রী জাকিয়া জাফরির আরজি শুক্রবার খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত । বিচারপতি এএম খানউইলকর, বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও বিচারপতি সি টি রবিকুমারের বেঞ্চ বিশেষ তদন্তকারী দলের (সিট) সিদ্ধান্তকে সঠিক বলেই জানিয়েছেন। আবেদনকারীর দায়ের করা আর্জির কোনও সারবত্তা নেই বলেও জানিয়ে দিয়েছেন। উল্লেখ্য, গত ২০০২ সালে গুজরাত দাঙ্গার সময়ে গুলবার্গ সোসাইটিতে হামলা চালায় কয়েকশো সশস্ত্র গেরুয়া গুণ্ডা। মুসলিম অধ্যুষিত এলাকায় ঢুকে মেয়েদের ঘর থেকে টেনে বের করে ধর্ষণ করে খুন করার পাশাপাশি নৃশংস হত্যালীলা চালায়। ওই হমলাতে প্রাণ হারান প্রাক্তন কংগ্রেস সাংসদ এহসান জাফরি। অভিযোগ ওঠে, তৎকালীন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশেই দাঙ্গা সংগঠিত হয়েছিল। গোটা রাজ্য জুড়ে মুসলিম নিধনের সময়ে পুলিশ এমনকী সেনাকেও নিস্কিয় করে রেখেছিলেন তিনি। গুজরাত দাঙ্গা নিয়ে সুপ্রিম কোর্ট নিয়োজিত বিশেষ তদন্তকারী দল অবশ্য তাদের রিপোর্টে নরেন্দ্র মোদিকে ক্লিনচিট দেয়। সিটের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ এহসান জাফরির স্ত্রী জাকিয়া জাফরি। দীর্ঘদিন ধরে ওই মামলার শুনানি চলে। গত বছরের ৯ ডিসেম্বর ম্যারাথন শুনানির পরে আদালত রায়দান স্থগিত রাখে। সাত মাস বাদে এদিন মামলার রায় দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সিটের ক্লিনচিটের সিদ্ধান্তই বহাল রেখেছে শীর্ষ আদালত।