দেশ

ডেস্টিনেশন ওয়েডিংয়ের প্রয়োজনীয়তা নিয়ে, মন কি বাত অনুষ্ঠানে প্রশ্ন প্রধানমন্ত্রী মোদির

সেলিব্রেটি জুটিদের হাত ধরেই জনপ্রিয়তা পায় ডেস্টিনেশন ওয়েডিং। আর তাঁদের অনুসরণ করে বহু ভারতীয়ই এখন সেই স্রোতে গা ভাসাচ্ছেন। কিন্তু এই ডেস্টিনেশন ওয়েডিং-এর কি কোনও প্রয়োজনীতা আছে? আজ সেই বিষয়েই প্রশ্ন তুললেন  খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার মন কি বাত অনুষ্ঠানে মোদি বলেন, ‘আজকাল কিছু পরিবারের মধ্যে একটা নতুন ট্রেন্ড এসেছে। বিদেশে গিয়ে বিয়ে করার। এটা কি খুব দরকারি? মানছি আপনারা যা চান সেটা ভারতে পান না। কিন্তু ভাবুন আমরা যদি এই ধরণের অনুষ্ঠান এখানেও আয়োজন করি? তাহলে হয়তো আর বিদেশে যাওয়ার প্রয়োজন পড়বে না। দেশে বিয়ে করলে এখানকার প্রতিষ্ঠানগুলির আর্থিক লাভ হয়।’ মোদি আরও বলেন, ‘এখন বিয়ের মরশুম শুরু হয়েছে। ব্যবসায়ীদের একটি সংগঠন হিসাব করে দেখেছে এই বিয়ের মরশুমে সারা দেশে কেনাকাটা বাবদ প্রায় পাঁচ লক্ষ কোটি টাকার ব্যবসা হবে। তাই যখন বিয়ের জন্য কেনাকাটা করবেন, তখন আপনারা ভারতীয় পণ্যকেই গুরুত্ব দেবেন।