আজ সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৫তম জন্মবার্ষিকী । তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। অন্যদিকে গুজরাতে স্ট্যাচু অফ ইউনিটিতে সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তার আগে টুইটারে তিনি লেখেন , “জাতীয় ঐক্য ও অখণ্ডতার অগ্রদূত লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলকে তাঁর জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা ।”সর্দার বল্লভভাই প্যাটেলের উদ্দেশে টুইটারে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও লোকসভা স্পিকার ওম বিড়লাও । অমিত শাহ টুইটারে লেখেন , রাষ্ট্রীয় একতা দিবসে “আমরা ভারতের লৌহপুরুষকে প্রণাম জানাই এবং সর্দার প্যাটেলজি যে দৃঢ় ও সংযুক্ত ভারতের স্বপ্ন দেখেছিলেন , তা পূরণ করার প্রতিশ্রুতি নিই । “দু’দিনের সফরে গুজরাতে এসেছেন প্রধানমন্ত্রী । আজ সফরের দ্বিতীয় দিন । সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী আরোগ্য ভ্যান , একতা মল, শিশু পুষ্টি পার্ক , সর্দার প্যাটেল জুওলজিক্যাল পার্ক বা জঙ্গল সাফারি প্রকল্পের উদ্বোধন করেছিলেন ।